ডেনমার্কে কোরআনে আগুন

দেশে দেশে মুসলিমদের বিক্ষোভ, নিন্দার ঝড়

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু করেছে মুসলিমরা।

সোমবার (২৪ জুলাই) কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে ‘ড্যানিশ প্যাট্রিয়টস’ নামের একটি চরমপন্থী ইসলাম বিরোধী গ্রুপের দুজন সদস্য পবিত্র কোরআন এবং ইরাকি পতাকায় আগুন দেয়। এঘটনায় ইরাকসহ মুসলিম দেশ গুলো নিন্দা জানিয়েছে, দেশে দেশে চলছে বিক্ষোভ।

শুক্রবার চরমপন্থী গ্রুপটি ফেসবুকে কোরআন পোড়ানোর একটি ঘটনা সরাসরি সম্প্রচার করেছে। তাতে দেখা যায়, দুজন ইসলাম বিরোধী পবিত্র কোরআনের ওপর পা তুলে দেয়। পরে একটি ফয়েল ট্রে-তে করে আগুন ধরিয়ে দেয়। পশেই মাটিতে পড়ে ছিল একটি ইরাকি পতাকা। পরে সেটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ ঘটনার পর ইরাকে হাজার হাজার মানুষ দেশটিতে অবস্থিত ডেনমার্কের দূতাবাসের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এ ধরণের ঘটনা চরমপন্থা এবং তা সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানকে হুমকির মুখে ফেলবে বলে মনে করে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কিছুদিন আগে সুইডেনের স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনায় প্রতিবাদের অংশ হিসেবে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং স্টকহোমে থাকা নিজেদের চার্জ দি অ্যাফেয়ার্সকে ফিরিয়ে নেয় বাগিদাদ। সুইডেনের কোম্পানি গুলোর সাথে ব্যবসাও গুটিয়ে নেওয়া হয় এসময়।

ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনায় ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা ডেনমার্ক ও সুইডেনের প্রতি ক্ষোভ জানিয়েছে।

এই ঘটনাকে কোরআনের প্রতি ‘ঘৃণ্য আচরণ’ হিসেবে উল্লেখ করেছে তুরষ্ক। নিজেদের দেশের ড্যানিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে ইরান। এর প্রতিবাদে সৌক আল বালাদি মার্কেট থেকে সুইডেনের পণ্য সরিয়ে ফেলা হয়।

এর আগে, সুইডেনের রাজধানী স্টকহোমে পরিকল্পিত ভাবে কোরআন পোড়ানোর ঘটনায় গত সপ্তাহে বাগদাদে সুইডেনের দূতাবাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় দূতাবাসের দেয়াল বেয়ে ভবনের ভেতরে প্রবেশ করে এবং আগুন দেয়।

পবিত্র কোরআন আল্লাহর বাণী এবং মুসলিমদের পবিত্র ধর্মীয় গ্রন্থ। ইচ্ছাকৃতভাবে পবিত্র এই ধর্মগ্রন্থের কোনো ক্ষতি করা একে অসম্মান করা মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হয়।

এদিকে, ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটবার্তায় বলেন, আজ হাতে গোনা কয়েকজন যে কোরআন পোড়ানোর ঘটনা ঘটিয়েছে ডেনমার্ক তার নিন্দা জানায়। এ ধরণের উষ্কানিমূলক ও লজ্জাজনক কর্মকান্ড ড্যানিশ সরকারের প্রতিনিধিত্ব করে না।

জেপি/নি-২৫/এমএইচ