আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এতে এপর্যন্ত ৩০ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। দাবানলের কারণে শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। খবর আল জাজিরার।
এক প্রতিবেদনে বলা হয়, আলজেরিয়ার উত্তরাঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে রেকর্ড পরিমাণ তাপমাত্রা দেখা দিয়েছে। তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দাবানল থেকে ১৬টি প্রদেশের ৯৭টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। ফসল ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দেশটির ১০ সেনা সদস্যও রয়েছেন। প্রায় ১৫০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল থামাতে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।
জেপি/নি-২৫/প্লাবন