ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১২৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা ঘরে তুললো পাকিস্তান।

ম্যাচের শুরুতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। কিন্তু সেটাই বোধহয় কাল হয়ে দাঁড়ালো তাদের জন্য। কারণ পাকিস্তানি ক্রিকেট দল এত বড় স্কোর তুলল যেটা দেখে জেতার কথা হয়তো ভুলেই গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ৫০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩৫২ রান। পাকিস্তানের হয়ে একটি সেঞ্চুরি করেন তৈয়ব তাহির। এছাড়া আছে দুইটি হাফ সেঞ্চুরি। বাকি ব্যাটসম্যানরা সবাই মাঝারি মানের ইনিংস খেলেছে।

জবাবে ৩৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল ভারত। তাদের ওপেনিং জুটি থামে ৬৪ রানে। এরপরই শুরু হয় ভারতের দুর্ভাগ্য। একের পর এক উইকেট হারাতে হারাতে ৪০ ওভারে গিয়ে থেমে যায় তাদের ইনিংস। ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন অভিষেক শর্মা।

আর এর মধ্য দিয়েই ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ১২৮ রানের বিশাল জয় তুলে নেয় পাকিস্তান। একই সাথে ঘরে তুলে নেয় শিরোপাও।

জেপি/নি-২৪/প্লাবন