ইমার্জিন এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত 'এ' এবং পাকিস্তান 'এ' দল। ইতিমধ্যেই মুখোমুখি হয়েছে দল দুটি। এবার শিরোপা জয়ের জন্য ফাইনালে ফের মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুরু হবে আজ (২৩ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে।

চলমান টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে আছে ভারত। এখনও পর্যন্ত অপরাজিত দেশটি। অন্যদিকে পাকিস্তানও কম নয়। ভারত বাদ দিয়ে বাকি প্রতিপক্ষ দল গুলোর বিরুদ্ধে জয় পেয়েছিল পাকিস্তান। আশা করা যাচ্ছে দুর্দান্ত এক ফাইনাল দেখবে দর্শকরা।

চলমান এই টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ ১৯৫ রান সংগ্রহ করেছেন অধিনায়ক ইয়াস ধুল। সাই সুদর্শন করেছেন ১৯১ রান। ১৪৮ রান নিয়ে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের সংগ্রাহক ওমাইর ইউসুফ। এরপর ১৩০ রান নিয়ে আছেন অধিনায়ক মোহাম্মদ হারিস।ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী নিশান্ত সিন্ধু ও পাকিস্তানের হয়ে কাসিম আকরাম।

জেপি/নি-২৩/প্লাবন