চলতি বছর অক্টোবরের ৫ তারিখ ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে এবারের ক্রিকেট বিশ্বকাপ আসর। এই প্রথমবার গোটা টুর্নামেন্টটি আয়োজন করবে ভারত।কিন্তু আইসিসির এক পোষ্ট ঘিরে উঠলো হইচই। কারণ সেই পোষ্টে বলিউডের অন্যতম সুপারস্টার শাহরুখ খানকে দেখা গেছে বিশ্বকাপ ট্রফির সামনে।

সেই প্রমো ভিডিওতে শাহরুখের গলাতেই প্রায় দুই মিনিটের একটি প্রমো ভিডিও আইসিসির পক্ষ থেকে পোস্ট করা হয়। সেখানে পুরো ভিডিওটাই 'অল ইট টেকস ওয়ান ডে' ট্যাগলাইন মাথা রেখে কাজ করা হয়েছে। পুরো প্রমো ভিডিওতে কন্ঠ দিয়েছেন শাহরুখ খান। প্রমোতে শাহরুখকে বলতে শোনা যায় 'ইতিহাস তৈরি করা এবং ইতিহাস হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য গুলো একদিনের। ওই দিনটায় গর্বে বুক ফুলে উঠবে। আবেগ যুক্তিকে হার মানাবে এবং নতুন স্মৃতি তৈরি হবে। ওই একদিনে ভয়-ভীতি দূর হবে। জয়ের উল্লাস থেকে পরাজয়ের গ্লানি, সবটাই ওই একদিনে দেখা যাবে।'

অন্যদিকে এবার ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে মোট ১২ টি ভেনুতে বিশ্বকাপ আয়োজন করেছে ভারত। বিশ্বকাপের আগে মোট ১৮টি দেশ ঘুরবে ট্রফিটি। এর আগে, ২০ হাজার ফুট উচ্চতায় ট্রফিটি উন্মোচন করে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নামানো হয়েছে।

জেপি/নি-২২/প্লাবন