নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত শুরু করেছেন মেসি। ড্র হতে যাওয়া ম্যাচটিতে অসাধারণ এক ফ্রী কিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। ক্রুজ আজুলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় মেসির মায়ামি।
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে নেমেছেন মেসি। ফোর্ট লডারডেল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ও খুব সীমিত। যে কারণে মেসির অভিষেক ম্যাচটিতে টিকেটের দাম ছিল আকাশছোঁয়া।
লিওনেল মেসি সহ সার্জিও বুস্কেটসকেও প্রথম একাদশে রাখেননি কোচ জেরার্ডো (টাটা)। এতে রীতিমত অবাক হয়েছিল দর্শকরা। প্রথমার্ধে মাঠে নামলেও দলের অন্য ফুটবলাররা ধারাবাহিক ফুটবল উপহার দেন। ৪৪ মিনিটে ইন্টার মায়ামি কে প্রথম সাফল্য এনে দেয় ট্রেইলর। ১-০ তে প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে সার্জিও বুস্কেটসকে সাথে নিয়ে মাঠে নামেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। মাঠে নেমেই চেনা ভঙ্গিতে খেলা শুরু করেন তিনি। কিন্তু ৬৫ মিনিটে গোল পরিশোধ করে ক্রুজ আজুল। ৮৭ মিনিটে মেসির পাসে একটি গোল হলেও অফ সাইডের কারণে সেটি বাতিল হয়। ৯৪ মিনিটে নিজের বাম পায়ের জাদু দেখিয়েছেন মেসি। অসাধারণ এক ফ্রী কিকে দলকে ২-১ গোলে এগিয়ে নিয়ে যান তিনি।
অবশেষে ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন সুপারস্টার।
জেপি/নি-২২/প্লাবন