যুক্তরাষ্ট্রের দেওয়া ক্লাষ্টার বোমা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে ইউক্রেন

যুক্তরাষ্ট্রের দেওয়া ক্লাষ্টার বা গুচ্ছ বোমা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার শুরু করেছে ইউক্রেন। বিশ্বের শতাধিক দেশে নিষিদ্ধ এই বোমা যদি কিয়েভ ব্যবহার করে তবে পাল্টা ক্লাষ্টার বোমা ব্যবহারের হুমকি দিয়েছে মস্কো। এক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।
প্রতিবেদনটিতে বলা হয়,হোয়াইট হাউজ মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়ার বিরুদ্ধে কার্যকরভাবে ক্লাষ্টার বোমা ব্যবহার শুরু করেছে ইউক্রেন।
তবে ইউক্রেনে বোমা ব্যবহার করবে কিনা আর করলেও কবে নাগাদ ব্যবহার করবে এ বিষয়ে  সন্দেহ ছিল। কারণ পুতিন হুমকি দিয়েছে ইউক্রেন ক্লাষ্টার বোমা ব্যবহার করলে রাশিয়ার কাছেও পর্যাপ্ত  পরিমাণ ক্লাষ্টার বোমার মজুদ রয়েছে।
ভয়ঙ্কর এই বোমা বিশ্বের ১০০টির মতো দেশে নিষিদ্ধ। এই বোমার আঘাতে বেসামরিক নাগরিকদের উপর প্রভাব তৈরি হবে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনকে ক্লাষ্টার বোমা দেওয়া ছিল কোক কঠিন সিদ্ধান্ত। যুক্তরাজ্য কানাডা ও স্পেন জানিয়েছে ইউক্রেনকে ক্লাষ্টার বোমা দেওয়ার পক্ষে নয় তারা। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেষ্টি ইন্টারন্যাশনালও।
জেপি/নি-২১/প্লাবন