লিওনেল মেসি যে ইন্টার মায়ামিতে যোগ দিবেন খবরটি সবারই জানা। এবার আনুষ্ঠানিক ঘোষণা এলো যুক্তরাষ্ট্রে এই ক্লাবটির পক্ষ থেকে। দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের (এম এল এস) ক্লাবটিতে যোগ দিলেন বিশ্বকাপ জয়ী এই তারকা।

আন্তর্জাতিক বিভিন্ন খবর অনুযায়ী বেতন ভাতা মিলিয়ে প্রতিবছর ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পাবেন তিনি। নতুন ঠিকানায় ১০ নম্বর জার্সি গায়ে জড়াবেন মেসি। যদিও নতুন দেশের নতুন ক্লাবে ফুটবল খেলতে মুখিয়ে আছেন এই আর্জেন্টাইন তারকা। মেসি বলেন, 'যুক্তরাষ্ট্র ইন্টারমায়ামিতে ক্যারিয়ারের নতুন অধ্যায়ের শুরু করতে মুখিয়ে আছি। এটা আমার জন্য দারুণ সুযোগ। এই চমৎকার প্রজেক্ট নির্মাণের পথে আমরা সবাই মিলে কাজ করবো। নতুন ঠিকানা নতুন উদ্যমে কাজ করে দলকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করবো।'

২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামতে পারেন লিওনেল মেসি।

জেপি/নি-১৬/প্লাবন