গিনেস বুকে ২০২৩ সালের সর্বাধিক উপার্জনকারী ক্রীড়াবিদ হিসেবে নিজের নাম তুলেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। গত মে মাসে ফোর্বসের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষস্থানে ছিলেন তিনি।

ফোর্বসের হিসেব অনুযায়ী, এ বছরে মাঠ থেকে রোনালদোর আয় ৪ কোটি ৬০ লাখ ডলার। এছাড়া মাঠের বাইরে তার আয় ৯ কোটি ডলার। সব মিলিয়ে ১৩ কোটি ৬০ লাখ ডলার আয় করায় সর্বাধীক উপার্জনকারী ক্রীড়াবিদ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আরও একবার জায়গা করে নিয়েছেন এই ফুটবলার।

সব মিলিয়ে তৃতীয়বারের মতো সবচেয়ে বেশি উপার্জনকারীদের তালিকায় শীর্ষে উঠলেন সিআর সেভেন। নতুন এই রেকর্ড গড়ার পথে পর্তুগিজ এই তারকা পেছনে ফেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। এর আগে, ২০২২ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় হিসেবে ফোর্বস ও গিনেস বুকে জায়গা করে নিয়েছিলেন মেসি। সে বছর তার আয় ছিল ১৩ কোটি ডলার।

রোনালদো ছাড়া শীর্ষ উপার্জনকারী ১০ খেলোয়াড়দের তালিকার দুইয়ে থাকা মেসি এক বছরে আয় করেছেন ১৩ কোটি ডলার। যেখানে মাঠ থেকে আয় ছয় কোটি ৫০ লাখ ডলার ও মাঠের বাইরে থেকেও ছয় কোটি ৫০ লাখ ডলার। এছাড়া তিনে থাকা এমবাপ্পের আয় ১২ কোটি ডলার, যেখানে ফরাসি এই তারকা মাঠ থেকেই আয় করেছেন ১০ কোটি ডলার।

জেপি/নি-১৫/এমএইচ