সৌদি আরবের একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাংলাদেশিই সাতজন।

শুক্রবার (১৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রিয়া‌দের বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।  

দূতাবাস জানায়, রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিমি দূরে অবস্থিত সৌদি আরবের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কারখানার নয় কর্মী নিহত হন। নিহত ৯ কর্মীর মধ্যে সাতজন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। বাকি দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।

নিহত বাংলাদেশিরা হলেন- সাইফুল ইসলাম (পাসপোর্ট নম্বর- ২৫২৯৯২২৩২৬), আরিফ মো. সাহাদাত (পাসপোর্ট নম্বর- ২৫৩৫১৭৬৩৩৯), মো. ফিরুজ সরদার আলী (পাসপোর্ট নম্বর- ২৪৯৩২১৭৯৬৮), বারেক সরদার (পাসপোর্ট নম্বর- ২২৪৭৪৩৯৮৫০), মো. শাকিল প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৫০৫৩৭৮৫৬৮), রুমান প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৪৭২৪৭০৫৮৮) ও মো. রব হোসাইন (পাসপোর্ট নম্বর-২৪৩৭৭৯৫৪২৬০)।

অগ্নিকান্ডের ঘটনায় আহত দুই বাংলাদেশি কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। রিয়াদের বাংলাদেশ দূতাবাস দুর্ঘটনায় মৃত ও আহত বাংলাদেশিদের সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ ও সহযোগিতা করছেন।

জেপি/নি-১৫/এমএইচ