চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে মহাকাশযান চন্দ্রযান -৩। আবহাওয়া অনুকূলে থাকলে আজ দুপুর ২টা ৩৫ মিনিটে (ভারতীয় সময়) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার লাঞ্চিং প্যাড  থেকে যাত্রা শুরু করবে এই মহাকাশযানটি। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।
 
বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের বুকে অবতরণের চেষ্টায় আছে ভারত। এর আগে ২০১৯ সালে চন্দ্রযান -২ নামে একটি মহাকাশযান পাঠিয়েছিল ভারত কিন্তু ভূপৃষ্ঠে সফলভাবে  অবতরণ করতে পারিনি। ২০০৭ সালে ভারতের  চন্দ্রযান-১ চাঁদের চারপাশ প্রদক্ষিণের জন্য পাঠিয়েছিল ভারত। সেটি সফলভাবে প্রদক্ষিণ শেষ করে। কিন্তু ২০০৮ সেটি বিস্ফোরণ হয়। 
 
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরোর) চন্দ্রযাত্রা কেন্দ্রে রয়েছে এলভিএম -৩ রকেট। যা চন্দ্রযানটিকে শক্তি জোগাবে এবং কক্ষপথের বাইরে ঠেলে দেবে এলভিএম -৩ হলো একটি ত্রিস্তরীয় উৎক্ষেপণ যান। এর আগে একাধিক কৃত্রিম উপগ্রহ এবং চন্দ্রযাত্রায় এই এলভিএম -৩ ব্যবহৃত হয়েছে।
 
বিশ্বে এখন পর্যন্ত তিনটি দেশ সফলভাবে চাঁদে মহাকাশযান অবতরণ করতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে হল  যুক্তরাষ্ট্র,রাশিয়া ও চীন। এবার যদি ভারত সফলভাবে অবতরণ করাতে সক্ষম হয় তবে চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণের তকমা উঠবে দেশটির গায়ে।
 
জেপি/নি-১৪/ প্লাবন