পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে এসেছে আরও এক বিদেশী জাহাজ। এবারে এসেছে আরও ৩৭ হাজার ৬৫০ টন কয়লা। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী কয়লা বোঝাই জাহাজটি এসেছে ইন্দোনেশিয়ার বালিকপান বন্দর থেকে।

সোমবার (১০ জুলাই) সকালে জাহাজটিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হয়। সেখানেই কয়লা খালাস করা হবে।

বিষয়টি নিশ্চিত করে পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বলেন, রোববার বিকেলের দিকে রাবনাবাদ চ্যানেলের ইনার অ্যাঙ্কারেজে ভিড়েছে জাহাজটি। পরে বিকেলে ইনারে নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, কয়লা সংকটের কারণে বিদ্যুৎকেন্দ্রটি টানা ২০ দিন বন্ধ থাকার পর ২৩ জুন ‘এমভি এ্যাথেনা’ ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে পায়রায় আসে। ২৫ জুন থেকে আবারও উৎপাদন শুরু হয় কেন্দ্রটিওেত। পরে ২ জুলাই ‘প্যাভো ব্রেভ’ ও ৬ জুলাই ‘জাডোর’ নামের দুটি জাহাজ যথাক্রমে ৩৬ হাজার ৫৭০ টন ও ৩৬ হাজার ৬০০ টন কয়লা নিয়ে পায়রায় আসে।

জেপি/নি-১০/এমএইচ