ফ্রান্সে পুলিশের গুলিতে তরুণের মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স।
বৃহস্পতিবার (২৯ জুন) রাত থেকে শুক্রবার (৩০ জুন) পর্যন্ত রাজধানী প্যারিস ও অন্যান্য শহর থেকে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে অন্তত ৮৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এসব বিক্ষোভে আহত হয়েছেন অন্তত ২৫০ পুলিশ সদস্য।
পুলিশের উপস্থিতিতেই দোকানে, ভবনে লুটপাট ও অগ্নিসংযোগ করতে দেখা যায় বিক্ষোভকারীদের। এসময় তারা অনেক গাড়ি ও যানবাহনও জ্বালিয়ে দেন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর বাস ও ট্রামের চলাচল।
গত মঙ্গলবার সকালে প্যারিসের উপশহর নানতেরে আলজেরীয় বংশোদ্ভূত নাহেল নামের ১৭ বছর বয়সী এক তরুণকে লক্ষ্য করে গুলি ছোড়েন পুলিশ সদস্যরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাহেলের। এরপরই বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে নানতেরে।
বৃহস্পতিবার বিকেলে আন্দোলন তীব্র রূপ নিতে থাকে। প্যারিসসহ ফ্রান্সের শহর শহরে ছড়িয়ে পড়তে থাকে বিক্ষোভ।
নাহেলকে লক্ষ্য করে গুলি চালানো সেই পুলিশ সদস্যকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াও শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
জেপি/নি-৩০/এমএইচ