আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ যাত্রা। আগামী ৭ অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ৬টি ভেন্যুতে বাংলাদেশের মোট ৯ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ধর্মশালা, পুনে ও কলকাতায় হবে দুটি করে ম্যাচ।
১০ অক্টোবর দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এতে প্রতিপক্ষ হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১৪ অক্টোবর তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ, সেই ম্যাচে প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। ১৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত। ২৪ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। ২৮ অক্টোবর কোয়ালিফায়ার-১ এর সাথে কলকাতায় খেলবে বাংলাদেশ। পাকিস্তানের সাথে ৩১ অক্টোবর মাঠে নামবে টাইগাররা। কোয়ালিফায়ার-২ এর সাথে মুখোমুখি হবে বাংলাদেশ দল। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। এই পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে যা অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
মোট ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ। সেমিফাইনালের চারদল ১৫ ও ১৬ নভেম্বর লড়বে মুম্বাই ও কলকাতার ভেন্যুতে। সেমিফাইনালে বিজয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে ১৯ নভেম্বর আহমেদাবাদে।
জেপি/নি-২৭/প্লাবন