১৪৪৪ হিজরির পবিত্র হজ আজ। লাখো হাজির কন্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আরাফাতের ময়দান।
মঙ্গলবার (২৭ জুন) পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিন আরাফাতে উপস্থিত হয়েছেন লাখ লাখ হাজি। আরাফাতের এই দিনের আনুষ্ঠানিকতাকেই মূল হজ বলা হয়।
এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকেই আরাফাতের ময়দানে উপস্থিত হতে শুরু করেন হাজিরা। এসময় যানবাহনের দীর্ঘ সারি পরিলক্ষিত হয়েছে। অনেককে দেখা যায় ফজরের নামাজের জন্য মসজিদে নামিরাহতে উপস্থিত হতে। অনেকে পায়ে হেঁটেও আসতে থাকেন।
চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গত রোববার। সোমবার রাতেও পবিত্র মিনায় কাটিয়ে দেন হাজিরা। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ইতিহাসের এবারই সবচেয়ে বেশি হাজির পদচারণায় মুখরিত হচ্ছে কাবা প্রাঙ্গন। কাবাঘর প্রদক্ষিণ করেছেন সারা বিশ্বের ১৬০টি দেশের লাখ লাখ হাজি।
আজ মসজিদে নামিরাহতে খুতবা পাঠ করবেন শেখ ডক্টর ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ। মাগরিবের নামাজ শেষে হাজিরা যাবেন মুজদালিফায়। সেখানে খোলা আকাশের নিচে রাত্রীযাপন করবেন হাজিরা। দুপুরে আরাফাতের ময়দানে উপস্থিত হাজিরা সৌদি উচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদের কন্ঠে শুনবেন হজের খুতবা ও দিকনির্দেশনা।
হাজিদের উপস্থিতিতে এবার আরাফার ময়দান কানায় কানায় পপিূর্ণ। হাজিদের তাওবাহ, ইস্তেগফার, তাকবির ও তালবিয়ায় মুখরিত থাকবে ঐতিহাসিক আরাফার ময়দান। হাজিরা এক সামিয়ানায় সমবেত হয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন।
জেপি/নি-২৭/এমএইচ