মস্কোর বিরুদ্ধে ওয়াগনার বাহিনীর বিদ্রোহ ঘোষণার পর পুতিনের প্রতি ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।
শনিবার (২৪ জুন) এবিষয়ে কথা বলতে পুতিনকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান।
তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ এবং রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, শুক্রবারে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশে বিদ্রোহের ফলে সৃষ্ট পরিস্থিতি তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সামনে তুলে ধরেন। এসময় পুতিনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন প্রেসিডেন্ট এরদোয়ান।
প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, পুতিন বিদ্রোহ নিয়ন্ত্রণে যেসব পদ্ধতি অবলম্বন করছেন তার প্রতিও আঙ্কারার পূর্ণ সমর্থন রয়েছে।
পেসিডেন্ট এরদোয়ানের দপ্তর ওই ফোনালাপ নিশ্চিত করে বলেছে, ‘শান্তিপূর্ণ সমাধানে’ যে কোনো ধরণের সাহায্য করতে প্রস্তুত তুরস্ক।
জেপি/নি-২৬/এমএইচ