মালদ্বীপের সাথে জিতে সাফ জয়ের আসা টিকিয়ে রাখল বাংলাদেশ। প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। কিন্তু আজ ঘুরে দাঁড়িয়েছে তারা। মালদ্বীপকে ৩-১ গোলে পরাজিত করেছে জামাল ভূঁইয়ারা। এই জয়ে ২০ বছর পর সাফে মালদ্বীপকে হারাল বাংলাদেশ।
খেলার ১৭ মিনিটের মাথায় মালদ্বীপের হয়ে গোল করেন হামজা মোহাম্মদ। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দলকে সমতায় ফেরান রাকিব হোসেন। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা মজিবুর রহমান জনি, মোরসালিন ও ইব্রাহিমকে নামান। তার পর থেকে আক্রমন আরো বাড়াতে থাকে জামাল ভূঁইয়ারা। ৬৭ মিনিটে লিড নেয় বাংলাদেশ। তারিক কাজী দলকে দ্বিতীয় গোল এনে দেয়। এরপর অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি মালদ্বীপ। বাংলাদেশের রক্ষণভাগ ভাঙতেই পারেনি তারা। ম্যাচের শেষ প্রান্তে এসে ৯০ মিনিটে বাংলাদেশের হয়ে ৩য় গোলটি করেন মিডফিল্ডার শেখ মোরসালিন।
আর এই নিয়ে ৩-১ গোলে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ার দল । আগামী ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে।
জেপি/নি-২৫/প্লাবন