রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না বলে মন্তব্য করেছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর  সাবেক ব্যুরো প্রধান জিল ডগার্টি।

গতকাল শনিবার (২৪ জুন) প্রিগোজিন বিদ্রোহ ঘোষণা করে তার বাহিনী নিয়ে সীমান্ত পেরিয়ে মস্কোকে লক্ষ্য করে যাত্রা শুরু করেন। পরে বেলারুশের মধ্যস্ততায় এই যাত্রা বন্ধ করেন তিনি।

মস্কো জানিয়েছে, ওয়াগনার প্রধান প্রিগোজিন এখন বেলারুশ যাবেন। বিদ্রোহের কারণে তার বিরুদ্ধে যেসব ফৌজদারি অভিযোগ আনা হয়েছে, তা প্রত্যাহার করা হবে বলেও জানানো হয়েছে।

জিল ডগার্টি বলেন, ক্রেমলিনের ভাষ্যমতে, প্রিগোজিনকে বেলারুশে যেতে বলেছেন পুতিন। তবে ওয়াগনার প্রধান বিশ্বাসঘাতকই রয়ে গেছেন।

তার মতে, পুতিনের জন্য প্রিগোজিন একটি হুমকি, তা তিনি যেখানেই থাকুন না কেন।

তিনি আরও বলেন, আমি মনে করি পুতিন কখনোই এটি (বিশ্বাসঘাতক) ক্ষমা করবেন না।

এর আগে, প্রিগোজিনের বিদ্রোহের জেরে পুতিন গতকাল জাতির উদ্দেশে ভাষণে বলেছিলেন, যা কিছু ঘটছে, তা বিশ্বাসঘাতকতা। এটি রুশ জনগণের পিঠে ছুরি চালানোর শামিল। বিদ্রোহের পেছনে থাকা ব্যক্তিদের শাস্তির মুখোমুখি হতে হবে।

জেপি/নি-২৫/এমএইচ