চেচেন বাহিনী ওয়াগনার প্রধান প্রিগোজিনের বিদ্রোহ দমনে এবং প্রয়োজনে কঠোর পদ্ধতি ব্যবহারের মাধ্যমে রুশ বাহিনীকে সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ।
শনিবার (২৪ জুন) এক বিবৃতিতে প্রিগোজিনের এই আচরণকে ‘পিঠে ছুরিকাঘাত’ বলে অভিহিত করেছেন কাদিরভ। একইসাথে রুশ সৈন্যদের উষ্কানি না দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
কাদিরভ বলেন, ‘বিদ্রোহ অবশ্যই চূর্ণ করতে হবে। এর জন্য যদি কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়, তাতেও আমরা প্রস্তুত।’
প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ডের চেচেন যোদ্ধারা ইতিমধ্যেই ‘উত্তেজনাপূর্ণ’ অঞ্চলে চলে গেছে বলেও জানান তিনি।
এর আগে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয় রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার। ইউক্রেনীয় বাহিনীর বিপক্ষে যুদ্ধের পরিবর্তে উল্টো রুশ প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছে বাহিনীটি।
জেপি/নি-২৪/এমএইচ