আতাতুর্ক অলিম্পিয়াত স্টেডিয়ামে নতুন এক ইতিহাস সৃষ্টি হল। ২৪ বছর পর কোনো ইংলিশ ক্লাব ট্রেবল জয় করল। ১১ জুন ফাইনালে ইন্টারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতে সিটি।
ইউরোপ সেরার এই লড়াইয়ে প্রথমার্ধে কর্তৃত্ব করেও গোল করতে পারেনি ম্যানসিটি। ইন্টার মিলানও তেমন কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি। গোল শূন্যতে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে সিটি। কিন্তু কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে ৬৮ মিনিটে স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির পা থেকে আসে কাঙ্ক্ষিত ওই গোল। ওই গোলের উপর ভর করেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপার দেখা পায় পেপ গার্দিওয়ালার দল।
এই জয়ের মধ্য দিয়ে ১৯৯৯ সালে ম্যানইউর পর প্রথম কোন ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কীর্তি গড়ল তারা। ১০ম ট্রেবল জয়ী দল হিসাবে নাম লেখালো সিটি।
সিটির প্রথম ট্রেবল জয় হলেও পেপ গার্দিওলার এটি দ্বিতীয়। এর আগে বার্সার হয়ে ২০০৮-০৯ মৌসুমে ট্রেবল জিতেছিলেন তিনি। ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে সিটি কোচ পেপ গার্দিওলা রিয়ালের উদ্দেশ্যে হঙ্কার ছাড়েন। তিনি বলেন, আমরা শুরু করলাম। রিয়াল মাদ্রিদ, তোমরা সাবধানে চলো, আমরা আসছি। আর মাত্র ১৩টি চ্যাম্পিয়ন্স লিগ হলেই আমরা তোমাদের ধরে ফেলব।
জেপি/নি-১১/প্লাবন