জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে একরাতে ৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
 
বুধবার (১০ মে) দিবাগত রাতে ঝিটকা বাজারের বিভিন্ন স্থানে এসব চুরি সংগঠিত হয়। ঝিটকা বাজারের নিখিল স্টোর থেকে প্রায় ১৮০০০ টাকার এলাচ, ৭০০০ টাকার সিগারেট, নগদ ৩৫০০ টাকা ও ৫০০০ টাকা মূল্যের একটি গণেশ পিতলের মূর্তি এবং রঞ্জিত দত্ত স্টোর থেকে ৮০০০ টাকার সিগারেট ও নগদ আনুমানিক ২০,০০০ টাকার ক্ষতি হয়েছে। 
 
ঝিটকা বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, আশঙ্কাজনক হারে দোকানে চুরির ঘটনা বেড়েছে। তারা পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের কাছে নৈশ প্রহরীর টহল বাড়ানোর দাবি জানান। এছাড়াও একই সময়ে ঝিটকা বাজারের দ্বীপ জুয়েলার্স ও বাবু রাইস এজেন্সির টিনের বেড়া কেটে প্রবেশ করেছিলো কিন্তু লোহার সিন্দুকে স্বর্ন ও টাকা সংরক্ষিত ছিল বিধায় কোন কিছু চুরি হয়নি। 
 
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, চুরি হওয়া অর্থ ও মালামালের পরিমাণ অল্প হলেও দোকানে চুরির বিষয়টি দুঃখজনক। চোর চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যেই চোর চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
জেপি নিউজ ২৪ ডটকম /আফ্রিদি /স্টাফ রিপোর্টার

জেপি নিউজে জনপ্রিয়