আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দর নিম্নমুখী হয়েছে। মঙ্গলবার (৯ মে) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, এদিন সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১৪ ডলার ২৭ সেন্টে।
বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদনকারী ও রপ্তানিকারক যুক্তরাষ্ট্র। দেশটিতে শীতকালীন শস্য চাষের অঞ্চলে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সেখানে সঠিক সময়ে সয়াবিন রোপণ করা হচ্ছে।
এতে বাম্পার ফলনের প্রত্যাশা বেড়েছে। ফলে বিশ্ববাজার চাপে পড়েছে। তাতে তেলবীজটির দরপতন ঘটেছে।
সিঙ্গাপুরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম অঞ্চলে সয়াবিন রোপণের জন্য উপযোগী আবহাওয়া বিদ্যমান। এতে তেলবীজটির দাম নিম্নমুখী হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিবিওটি খাদ্যপণ্য এবং সয়াবিনের বিক্রেতা ছিল কম্মোডিটি ফার্ম।
মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে সয়াবিন চাষযোগ্য জমির ৩৫ শতাংশে তেলবীজটি রোপণ করা হয়েছে।
জেপি নিউজ২৪ ডটকম/ডেস্ক