মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাতিজা সুনীল গোয়ালা (৩০)। ঘটনার পর থেকে চাচা চন্দ্র গোয়ালা (৫০) পলাতক রয়েছেন।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যার দিকে কুলাউড়ায় উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানের নতুন টিলা লাইনে এ ঘটনা ঘটে।

নিহত সুনীল ওই বাগানের শ্রমিক কমল গোয়ালার ছেলে।  

কুলাউড়া উপজেলার সদর ইউনিয়ের গাজিপুর চা বাগানের ইউপি সদস্য বিদ্যাসাগর সাংবাদিকদের জানান চাচা-ভাতিজার মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে চন্দ্রের হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। 

এতে সুনীল মারাত্মক আহত হন। স্থানীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে সুনীল মারা যান।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে গাজীপুর চা বাগান এলাকায় তাদের বাড়ির সামনে চাচা-ভাতিজার ঝগড়া হয়। একপর্যায়ে চন্দ্র গোয়ালা তার ভাতিজাকে ছুরিকাঘাত করেন। এতে সুনীল গোয়ালা মারাত্মক আহত হন। পরে বাগানের শ্রমিকরা সুনীলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন । 

 


জেপি নিউজে জনপ্রিয়