জেপি নিউজ ২৪ ডটকমঃ

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে।এই লঘুচাপ ক্রমেই শক্তি সঞ্চয় করে আগামী কয়েকদিনে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

সোমবার (৮ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হয় পারে বলেও জানানো হয়। ঘূর্ণিঝড় সৃষ্টির প্রাথমিক ধাপই হচ্ছে লঘুচাপ।

প্রাকৃতিক বিভিন্ন কারণে সমুদ্রের কোনো কোনো স্থানে কেন্দ্রাভিমুখী ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সৃষ্টি হয় কেন্দ্রাভিমুখী ঝড়ো হাওয়ার অঞ্চল বা লঘুচাপ। এই ঝোড়ো হাওয়ার অঞ্চলটি পরবর্তীতে আরো শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও সবশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সুস্পষ্ট লঘুচাপ হচ্ছে ঘণ্টায় ৩১ থেকে ৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হওয়ার অঞ্চল। নিম্নচাপের ক্ষেত্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪১ থেকে ৫০ কিলোমিটার থাকে। গভীর নিম্নচাপের ক্ষেত্রে বাতাসের গতিবেগ থাকে ৫১ থেকে ৬১ কিলোমিটারের মধ্যে। আর বাতাসের গতিবেগ ৬২ থেকে ৮৮ কিলোমিটারের মধ্যে হলে তাকে বলে ঘূর্ণিঝড়।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পর্যায়ক্রমে ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মোখা’। প্রাথমিক তথ্য অনুযায়ী ‘মোখা’ শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে বলে আশংকা আবহাওয়াবিদ ও আবহাওয়া বিশেষজ্ঞদের।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।