জেপি নিউজ ২৪ ডটকমঃ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মোঃ শাহিন আহত হয়েছেন।গুরুতর আহত শাহিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার(২৪ এপ্রিল)রাত ৮ টার দিকে উপজেলার পাটগ্রাম স্কুল মোড়ে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতা ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলম খান শান্ত’র সমর্থকদের মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

আহত আবু সাদাত মোঃ শাহিন অভিযোগ করেছেন,জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা গ্রুপের সমর্থক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, উপজেলা যুবদল কর্মী ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল মোল্লা ও উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক নিরবসহ আরও কয়েকজন মিলে তার ওপর অর্তকিত হামলা চালায়।

হামলার বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল কর্মী শাকিল মোল্লা পাল্টা অভিযোগ করে বলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও তার অনুসারীরা আমার ওপর হামলার চেষ্টা করে। আমি হামলা থেকে নিজেকে রক্ষা করতে প্রতিহত করেছি মাত্র।

বয়ড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার জানান, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। ঈদ উপলক্ষে আমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে এসে শুনলাম মারামারি হয়েছে। হামলার সাথে বা হামলার বিষয়ে আমি কিছুই জানিনা। এ হামলায় গুরুতর আহত শাহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ ব্যাপারে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজনীন আক্তার জানান, শাহিনের বামপায়ে ও শরীরের অনেক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কান দিয়ে রক্ত বের হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জেপি নিউজ ২৪ ডটকমকে জানান, শুনেছি যুবদলের দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে দ্বন্দ হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

জেপি/নি-২৪/প্রতিনিধি