জেপি নিউজ ২৪ডটকম:
কক্সবাজার উপকূলের নাজিরারটেক পয়েন্টে একটি মাছ ধরার ট্রলার ভেসে এসেছে। ট্রলার থেকে এ পর্যন্ত ১০টি গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ভেতরে আরও মৃতদেহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২২ এপ্রিল) দুপুর ২টা ২৫ মিনিটে খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের কিছু স্থানীয় মানুষ বঙ্গোপসাগরের গভীর এলাকায় ওই ফিশিং বোটটি দেখতে পায়। শনিবার ঈদের দিন রাতে ফিশিং বোটটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসা হলে বোটের ভেতর বেশ কয়েকটি গলিত মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, জেলেদের থেকে খবর পেয়ে শনিবার রাতেই তিনি ঘটনাস্থলে যান। রবিবার সকালের দিকে ফায়ার সার্ভিসের দলকে সঙ্গে নিয়ে মরদেহ গুলো উদ্ধার শুরু করে পুলিশ।
তিনি আরও জানান, মাছ ধরার ফিশিং ট্রলারের কোল্ড স্টোরেজের (হিমঘর) ভিতরে থাকা মৃতদেহগুলোর মধ্যে এখন পর্যন্ত ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
কী কারণে এ ঘটনা তা নিশ্চিত করা না গেলেও স্থানীয়রা বলছেন, প্রায় দুই সপ্তাহ আগে বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে ডাকাতি করতে গিয়ে একদল জলদস্যু জেলেদের হামলার শিকার হয়েছিল। হামলায় জলদস্যুরা মারা পড়েছিল বলেও খবর বেরিয়েছিল। কিন্তু এতদিন পর্যন্ত ওই দস্যুবাহিনীর বোটটি হাদিস পাওয়া যায়নি। এই বোটটি সেই জলদস্যুদের হতে পারে।