জেপিনিউজ২৪ডটকম:
আগামীকাল শুক্রবার থেকে দূরপাল্লার বাসে ঈদের আগাম টিকেট বিক্রি শুরু। গতকাল বুধবার ৫ এপ্রিল বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন ।
চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২৩ এপ্রিল রোজার ঈদ উদযাপন হবে। ঈদ উৎযাপন করতে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছেড়ে যা গ্রামের উদ্দেশ্যে তখন গণপরিবহনে চাপ পড়ে। তাই যাত্রা নিশ্চিত করতে আগাম টিকেট করে রাখেন অনেকে। একই দিনে রেলওয়ে এরই মধ্যে ৭ এপ্রিল থেকে ঈদ টিকেট বিক্রির ঘোষণা দিয়েছে।
শুক্রবার সকাল থেকে গাবতলী ও আশপাশের এলাকায় বিভিন্ন পরিবহনের কাউন্টারে বাসের আগাম টিকেট বিক্রি হবে। এসব কাউন্টারে দেশের বিভিন্ন অঞ্চলের জেলাগুলোর টিকেট বিক্রি হবে ।
বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ সাংবাদিকদের জানান, “শুক্রবার ৭ এপ্রিল থেকে টিকিট দেওয়া হবে। সড়কপথে ঈদ যাত্রা শুরু হবে ২০ এপ্রিল থেকে। ওইদিন থেকেই ২০, ২১ বা ২২ এপ্রিল এই তিন দিনের যে কোনো দিনের টিকিট কিনতে পারবেন যাত্রীরা।” যতক্ষণ টিকেট থাকবে ততক্ষণ বিক্রি হবে বলে জানান তিনি।
রমেশ ঘোষ বলেন, “পঞ্চগড় থেকে মোংলা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সবগুলো রুটের বাসের টিকেট বিক্রি করব আমরা। তবে বরিশাল রুটের গাড়িগুলো টিকেট বিক্রি হবে সায়েদাবাদ থেকে।”