জেপি নিউজ ২৪ ডটকম :  

সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে সরকার। এতে ব্যায় হবে ২৫৭ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৮০০ টাকা । 

মঙ্গলবার (৪ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ১৩তম সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। 

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা আদেন থেকে ১ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৫৭ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৮০০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। 

জেপি নিউজ ২৪ ডটকম/শ