জেপি নিউজ ২৪ ডটকমঃ

রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ওমর ফারুক নামের এক ব্যবসায়ীর পাঁচটি দোকান।

আজ মঙ্গলবার ভোর ৬টার দিক থেকে এ আগুন জ্বলছে।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০ টি ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল। যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টিম। পুলিশ আশপাশের রাস্তায় যান চলাচল ও উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে। হেলিকপ্টার দিয়েও আগুন নেভানোর চেস্টা করা হচ্ছে।

মার্কেটের সামনে ওমর ফারুকেক দুই হাত তুলে তাকে মোনাজাত করতে দেখা গেছে। এসময় কান্নায় ভেঙে পড়েন তিনি।দিশেহারা ওমর ফারুক বলেন,মার্কেটে আমার পাঁচটি দোকান ছিল চোখের সামনেই আমার দোকানগুলো পুড়ে ছাই হয়েগেল। দোকানগুলোতে ঈদ উপলক্ষে পাঁচ কোটি টাকার মালামাল ছিল। সব আগুনে পুড়ে ছারখার। আমি এখন কি করবো? এত টাকার লোন কীভাবে পরিশোধ করবো। 

বঙ্গবাজার মার্কেটের দোকানি লিয়াকত বলেন, তার দুইটি দোকান রয়েছে। দুই দোকানে প্রায় ৩০ লাখ টাকার মালামাল রয়েছে। ঈদ উপলক্ষে গত সপ্তাহে মালামালগুলো আনা হয়। এর আগে মঙ্গলবার সকালে আগুন লাগার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। 

তিনি বলেন, বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ঢাকায় সবগুলো ইউনিটকে ঘটনাস্থলে আসতে বলা হয়েছে। সকালবেলা সড়ক ফাঁকা থাকায় দ্রুতই সবাই চলে আসবে। এছাড়া ঢাকার আশপাশের ইউনিটগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে এরইমধ্যে সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল অংশ অংশ নিয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাতের কোনো খবরও পাওয়া যায়নি।