জেপি নিউজ২৪ডটকম ডেস্ক:
মানিকগঞ্জের বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক চারটি অভিযানে গত দুই দিনে মাদকসহ ১২ জনকে আটক করেছে ।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা,২৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় । যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৯৮ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ।
পুলিশ জানায়, গত সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাতে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকার এক ভাড়াবাসা থেকে ১৯০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। এর আগে ২ এপ্রিল রবিবার রাতে জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ চারিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয় । একই রাতে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি মাঝিপাড়া এলাকায় ডিবি'র পৃথক আরেকটি অভিযানিক দল ৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন'কে আটক করে এবং রবিবার দুপুরে সদর উপজেলার ভুল জয়রা এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে ২০ গ্রাম হিরোইনসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি )
এসব অভিযানে আটককৃতরা হলো - সদর উপজেলার গঙ্গাধরপট্টি এলাকার গোলাম মোস্তফা খোকার ছেলে নাবিল আহম্মেদ, ছোট কাটিগ্রাম এলাকার মোঃ মহর আলীর ছেলে মোঃ জুয়েল রানা, কাটিগ্রাম গ্রামের মোঃ ঠান্ডু মিয়ার মেয়ে স্মৃতি আক্তার ওরফে রিয়া আফরিন, দেড়গ্রাম এলাকার আঃ রশিদের মেয়ে মোছাঃ তাজনীন আক্তার চাঁদনী , সাটুরিয়া উপজেলার মাঝিপাড়া গ্রামের আঃ রশিদের ছেলে আঃ আলিম একই উপজেলার হরগজ নয়াবাজার গ্রামের কবির মোল্লার ছেলে মোঃ সোহেল, সিংগাইর উপজেলার দক্ষিণ জামসা গ্রামের নুর ইসলামের ছেলে মহি,সদর উপজেলার জয়রা গ্রামের তারা মিয়ার ছেলে তোফা, নয়ন মিয়ার ছেলে বাবুল মিয়া, বকঝুরি গ্রামের আব্দুল আজিজের ছেলে মিলন মিয়া ও পূর্ব দাশড়া গ্রামের আব্দুল করিমের ছেলে কাজল ও টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলার তারোটিয়া কমলাই গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে হাসিবুল ওরফে হাসান'কে আটক করা হয় ।
মানিকগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর, সিংগাইর ও সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪ টি মামলা করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে ।
জেপি/নিউজ/ডেস্ক/শ