জেপি নিউজ ২৪ ডটকমঃ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ন।এই নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত হবে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে  কি থাকবে না। যারা স্বাধীনতা পক্ষে আছে তার ক্ষমতায় থাকবে কি থাকবে না।এই নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত মৌলবাদ এদেশে উত্থান হবে কি না। এই নির্বাচনের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে কি না তা জনগণের সিদ্ধান্ত আমরা দেখতে পাবো। তাই সঠিক সময়ে জনগন সঠিক সিদ্ধান্ত নিবেন। এই সরকারের আমলে দেশের অনেক উন্নয়ন হয়েছে তাই জনগন বিএনপি ফাঁদে পা দিবে না।  

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর  উপজেলা  গড়পাড়ায় শুভ্র সেন্টারে সাটুরিয়া ও মানিকগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময়সহ ইফতার মাহফিলে এসব কথা বলেন।
 
স্বাস্থ্য মন্ত্রী আরো ‘রোজার সময় যেন দেশবাসীর কষ্ট না হয় সেজন্য বাজার নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কমিটি ও সংস্থা কাজ করে যাচ্ছে।প্রশাসনের একার পক্ষে বাজার নিয়ন্ত্রন সম্ভব নয়। তাদের পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ের চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের ভূমিকা রয়েছে। ব্যবসায়িরা যেন চড়া মূল্যে জিনিসপত্র না বিক্রি করে সেটা খেয়াল রাখতে হবে। তিনি ব্যবসায়িদের সীমিত লাভে পণ্য বিক্রি করার আহবান জানান।’

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,আওয়ামী লীগের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে, দেশ মধ্যম আয়ের দেশ হয়েছে। মানুষ শান্তিতে বসবাস করছে। গ্রামগঞ্জের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে, আশপাশের সব রাস্তাঘাট পাকা হয়েছে, স্কুল কলেজে নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। বিএনপি-জামায়াত কিভাবে দেশে গ্রেনেড হামলা, জ¦ালাও পোড়াও করেছে তা আপনারা জনগনের কাছে তুলে ধরবেন। আর শেখ হাসিনার সময়ে দেশে কি হয়েছে তা তুলে ধরবেন।’

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মানুষের দোকানে গেলে কাপড় কিনে তারা টাকা না দিয়ে চলে আসতো। বাজার থেকে খাবার নিয়ে পয়সা দিতোনা। পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার ঘটনাও রয়েছে। তাদের আমলে বোমাবাজির ভয়ে রাতে কেউ বের হতে পারতো না। সাধারণ মানুষ যেকোন সামাজিক অনুষ্ঠান করতে ভয় পেতো কারণ সে অনুষ্ঠানে যদি বোমাবাজি হয়। যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের কাছে এই দেশ নিরাপদ নয়।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল,  জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, সদর  আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন ও সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমূখ।

জেপি/নি-২৭/ডেস্ক