জেপি নিউজ ২৪ ডটকমঃ

মানিকগঞ্জের ঘিওরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ব্যাপক আনন্দ উদ্দীপনার  মধ্য দিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৩ পালিত হয়েছে।

রোববার সকাল ৮টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ, বিএনপি , ঘিওর প্রেসক্লাব, জাসদ,  ঘিওর ডি.এন পাইলট উচ বিদ্যালয়, ঘিওর বালিকা উচ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। 

সকালে জাতীয় পতাকা এবং পায়রা উড়িয়ে বিভিন্ন অনুষ্ঠানের উদ্ধাধন করেন উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের  সভাপতি আব্দুল আলীম মিন্টু, সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই প্রমুখ।

সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিলের আয়াজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমানের সভাপতিত্ব এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন জকি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসেন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম  মিন্টু , সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই,  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, সাবেক ডেপুটি কমান্ডার কে. এম সিদ্দিক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ  ইসতিয়াক আহম্মদ শামীম, ভাইস চেয়ারম্যান কাজী মাহলা প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু ।

জেপি/নি ২৬/ডেস্ক