জেপি নিউজ ২৪ ডটকমঃ

মানিকগঞ্জের সিংগাইরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় মামলার প্রধান আসামী রাজু বয়াতি গ্রেপ্তার না হলেও তার মা, বাবা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আসামিরা হচ্ছেন নিহত মুক্তা আক্তারের শ্বাশুড়ী আকলিমা খাতুন (৫০),শ্বশুড় মো:পলাশ মন্ডল (৬০) ও দেবর বাদল মন্ডল (২১)।

মামলার এজাহার সুত্রে জানা যায়, উপজেলার জয়মন্টপ পূর্ব ভাকুম গ্রামের সুরুজ পাট্রাদারের মেয়ে মুক্তা আক্তার (২২) ছয় বছর আগে বিয়ে করে  চর উলাইল গ্রামের পলাশ মন্ডলের ছেলে রাজু বয়াতিকে (৩০)।

তাদের ঘরে একটি সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই মুক্তার  শ্বশুর বাড়ির লোকজন এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। এ নিয়ে শারীরিক ও মানষিক নির্যাতন সহ্যৃ করতে না পেরে স্বামীর বাড়ি থেকে গত ৮ মার্চ মুক্তা বাবার বাড়ি চলে আসে।

ঘটনার দিন রোববার(১২ মার্র্চ) সকালে স্বামী রাজু তার পিতা মাতার পরামর্শে মুক্তার বাবার বাড়ি এসে আবারও যৌতুক দাবি করেন।

দুপুরের দিকে মুক্তার মা  রৌশন আরা বাড়ির বাইরে গেলে রাজু তার সহযোগি আসামিদের কু-পরামর্শে  মক্তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে শ্বাসরোধ করে এলোপাতারি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় মুক্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার উপপুলিশ পরিদর্শক লিবাস চক্রবর্তী  বলেন, এ ব্যাপারে নিহত মুক্তার মা রৌশন আরা রোববার রাতে বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাতেই পুলিশ প্রধান আসামির  মা বাবা ও ভাইকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।তারা এই মামলার এজাহার নামীয় আসামী।