জেপি নিউজ ২৪ ডটকমঃ
রাজধানীল গুলিস্তানে একটি সাততলা ভবনে ভয়বহু বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে।এ পযর্ন্ত দুই নারীসহ ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এর মধ্যে ৮ জনের নাম পরিচয় জানাগেছে।দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা(মিডিয়া সেল)মোঃ শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিচয় শনাক্ত হওয়া আটজন হলেন- পুরান ঢাকার মো. মোমিনের ছেলে মো. সুমন (২১), যাত্রাবাড়ীর মোশারফ হোসাইনের ছেলে মনসুর হোসাইন (৪০), চাঁদপুরের কচুয়ার হেদায়েত উল্লাহর মেয়ে পারভীন (৩১), বরিশালের কাজীরহাটের মৃত দুলাল মৃধার ছেলে ইসহাক মৃধা (৩৫), পুরান ঢাকার বংশালের মৃত মো. হোসেন আলীর ছেলে মো. ইসমাইল (৪২), পুরান ঢাকার কেরানীগঞ্জের জাহাঙ্গীর আলমের ছেলে রাহাত (১৮), চাঁদপুরের মতলবের বিল্লাল হোসেনের ছেলে আলামিন (২৩), পুরান ঢাকার চকবাজারের আবুল হাশেমের ছেলে মোমিনুল ইসলাম (৩৮), একই এলাকার মুমিনুল ইসলামের মেয়ে নদী বেগম (৩৬)।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ নামে সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় পাশাপাশি থাকা দুটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৮৫ জন। তাদের মধ্যে ৪৪ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস, র্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য।বিস্ফোরণের ধ্বংসস্তপে পরিণত হওয়া মার্কেট ও আশপাশের এলাকায় আর কেউ চাপা পড়ে আছে কিনা তার সন্ধানে কাজ করছেন তারা।বোম ডিসপোজাল একাধিক ট্টিমও ঘটনাস্থলে কাজ করছে।তারা বিস্ফোরণের কারন অনুসন্ধান করছে।#
জেপি নিউজ ডেস্ক/