জেপি নিউজ ২৪ ডটকমঃ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইব্রাহিমপুর ঈরশ্বচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলতাফ হোসেন (৫৪)ও ল্যাব সহকারী শুভ্র দত্তকে  মারধর করার অভিযোগ ওঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।অভিযুক্ত মোঃ তানজিদ মাহমুদ ইসলাম রবিন উপজেলার ধূলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এঘটনায় থানায় মামলা হওয়ার পর একজনকে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, হরিরামপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব হোসেন খানের কাছে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানের নামে চাঁদা দাবি করে ধূলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: তানজিদ মাহমুদ ইসলাম রবিন ও তার অনুসারিরা।সম্প্রতি রবিন আবারো চাঁদাদাবি করলে প্রধান শিক্ষক চাঁদা দিতে অস্বীকার করেন।

এর জের ধরে বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি)বিকালে ছাত্রলীগ সাধারণ সম্পাদক রবিনের নেতৃত্বে হাসিবুল ইসলাম, সৌরভ, নয়ন, আমিনুল্লাহ ও তুষার হালদার প্রধান শিক্ষক আলতাব হোসেন ও বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর শুভ্র দত্তের ওপর অর্তকিত হামলা চালায়। হামলায় তারা মারাত্মক জখম হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন আছে।

হামলার সময় হামলাকারীরা সাড়ে পাঁচ হাজার টাকা, হাত ঘড়ি, মোবাইল সেটটিও হাতিয়ে নিয়ে যায় ।যাওয়ার সময় প্রধান শিক্ষককে প্রাণনাশেরও হুমকি দেয়া হয়।

এব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ সাধারণ সম্পাদকের মুঠো ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে জেলা ছাত্রলীগের সভাপতি এমএ সিফাত কুরাইশী সুমন জানান   শিক্ষকের উপর হামলার ঘটনা অত্যান্ত নিন্দনীয়। ছাত্রলীগের কোন নেতা যদি হামলা সাথে জড়িত থাকে তাহলে তাকে দল থেকে বহিস্কার করা হবে এবং তাকে আইনে মুখোমুখি হতে হবে।

এব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ধূলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: তানজিদ মাহমুদ ইসলাম রবিনসহ ছয় জনের বিরুদ্ধ নিয়মিত মামলা হয়েছে। স্থানীয় গঙ্গারামপুর গ্রামে জাফরের ছেলে নয়ন (২০) নামের এক যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের গ্রেপ্তারের চেস্টা চলছে।

জেপি/নি-২৫/ডেঃ