জেপি নিউজ ২৪ ডটকমঃ-
রাজধানীর গুলশানের আবাসিক ভবনে লাগা আগুনে একজনের মৃত্যু হয়েছে।তবে তাৎক্ষনিক তার(পুরুষ)পরিচয় জানাযায়নি।তার মরদেহ হাসপাতালে রয়েছে।আটকা পড়া বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।আহত হয়েছেন ৮ জন।আতঙ্কে ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন তিন জন।উদ্ধার কাজে যোগ দিয়েছে বিমান বাহিনী।বর্তমানে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস বিভাগের ১৯ টি ইউনিট। রোববার(১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১ টায় এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে ১২ তলা আবাসিক ভবনে ভয়াবহু আগুন লেগেছে।সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে এঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে ক্রমান্বয়ে তা বাড়তে থাকে।
আগুন লাগার পর অনেকেই ভবনের ছাদে আশ্রয় নিয়েছে।ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধারে চেস্টা চালাচ্ছে।আগুনে আটকা পড়াদের স্বজনরা ভবনের সামনে জড়ো হয়েছেন।তারা স্বজনদের বাঁচাতে কান্নাকাটি করছেন।
তবে উৎসুক জনতার ভীড়ে আগুন নিয়ন্ত্রন কাজ ব্যহৃত হচ্ছে।
রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস বিভাগের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে। তবে প্রচণ্ড ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে ভবনের আশপাশ। এ কারণে কাজ করতে বেগ পাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে মোতায়েন রাখা হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স।
ভবনটিতে বসবাসকারীরা জানিয়েছেন, আগুন লাগার পর অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। তারা বের হতে পারেননি।
তবে ভবনটিতে আটকে পড়া মানুষের সঠিক হিসাব জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার পর থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত ১ নারীসহ ভবনটিতে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়।