গণ বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শরিফুল গণি উসমানি, গবি:

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ভেটেরিনারি অনুষদের ১৭ ও ১৮ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা।

কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, ‘জাফরুল্লাহ স্যার যে স্বপ্ন দেখেছেন তার কিছুটা যদি আমরা নিতে পারি তাহলে সুন্দর একটা বাংলাদেশ গড়া সম্ভব। তোমরা যারা বেরিয়ে যাচ্ছো তোমরা বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড অ্যাম্বাসেডর। তোমরা সেবা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ধরে রাখবা এই প্রত্যাশাই থাকবে।’

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা, তোমরা বিশ্ববিদ্যালয়ের মান বাড়াবে এই আশা করছি। তোমাদের সামনে অনেক সুযোগ রয়েছে, আশা করছি তোমরা এই সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাবে। ভেটেরিনারি অনুষদের ল্যাবগুলো আরো উন্নতি করা হবে।’ নবীনদের উদ্দেশ্য তিনি আরো বলেন, ‘তোমরা ভালো সুযোগগুলো কাজে লাগাবে। লাইব্রেরিতে যাওয়ার চেষ্টা করবে। তোমরা এই ৫ বছর ভালো করলে ভবিষ্যতে তোমরা ভালো জায়গায় পৌঁছাবে।’

সভাপতির বক্তব্যে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘তোমাদের লক্ষ্য রাখতে হবে বড়। নিজের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তোমাদের।’

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুইটি ব্যান্ডদল গান পরিবেশন মাধ্যমে এ মনোরম আয়োজনের সমাপ্তি ঘটে।

জেপি/নি-১১/এমএইচ