প্রতিনিধি, মাদারীপুর:

মাদারীপুর জেলার কালকিনি পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রামের চার কৃষকের পান বরজ পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওসমানবেপারী সকালে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে ও স্থানীয়রা জানান, আমরা আমাদের বরজে সারাদিন কাজ করে যার যার বাড়ি চলে যাই। রাত আনুমানিক ১টার সময় আমাদের কাছে ফোন আসে আমাদের বরজে আগুন জ্বলছে। তাড়াতাড়ি বরজে গিয়ে অন্যান্যদের সাথে খালের পানি দিয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনি। আগুন নেভানোর পর দেখতে পাই দুটি কেরোসিনের শিশি মাটিতে পড়ে আছে। এবং পাঁচটি স্থানে এক সময়ে আগুন লাগানো হয়েছে যাতে সমস্ত বরজ এক সাথে পুড়ে যায়। আগুনে পাঙ্গাসিয়া গ্রামের ওসমান বেপারী, আঃ রব হাওরাদার, ভাষাই বেপারী, সোহাগ বেপারী এবং বরিশালের খাঞ্জাপুর এলাকার সিরাজ সরদারের মোট ২০০ পান গাছ আগুনে পুড়ে যায়।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার জানান, রাত আমাদের কাছে ফৈান আসে। বলা হয় পানের বরজে আগুন লেগেছে, আপনাো আসুন। পরক্ষণে আমরা কাছাকাছি পৌঁছালে তারা জানান আগুন নেভানো হয়েছে আপনাদের আসতে হবে না, পরে আমরা ফিরে যাই।

জেপি/নি-১১/এমএইচ