রহিদুল ইসলাম, রাজশাহী :

রাজশাহীর বাঘা উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধ  অভিযান চালিয়ে  দুই বস্তা ভেতরে রাখা ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা।

রাজশাহী-১ বিজিবি'র অধিনায়ক গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, বুধবার (৪ ডিসেম্বর) আনুমানিক সোয়া ১টার  দিক রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ আলাইপুর বিওপি’র ৪ সদস্যের টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় সীমান্ত পিলার ৮১/৮-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঘা উপজেলাধীন নাপিতের মোড় পদ্মা নদীর চর নামক এলাকা হতে মালিকবিহীন ২ বস্তায় ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।  উদ্ধারকৃত মাদকদ্রব্য স্থানীয় বাঘা থানায় জমা করা হয়েছে।

জেপি/নি-৫/প