রহিদুল ইসলাম, রাজশাহী :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে উদ্ধারকৃত ২০টি মোবাইল ফোন মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় আরএমপি সদর দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরএমপি'র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান উপস্থিত থেকে নভেম্বর মাসের উদ্ধারকৃত বিভিন্ন ব্যান্ডের ২০টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর করেন।
মোবাইল ফোনগুলো বিভিন্ন সময় রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যায়। থানায় এ সংক্রান্ত হারানো জিডি এন্ট্রি হয়। জিডি এন্ট্রির পরে আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করে।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা খুব আনন্দিত এবং আরএমপি'র প্রতি কৃতজ্ঞ। এত দ্রুত সময়ের মধ্যে ফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় আরএমপি'র পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তারা।
জেপি/নি-৫/এমএইচ