প্রতি বছরই অন্যান্য জেলার তুলনায় শীতের তীব্রতা বেশি থাকে পঞ্চগড়ে। এবারও তার ব্যতিক্রম নয়। ইতোমধ্যেই কমতে শুরু করেছে তাপমাত্রা, নেমে গেছে ১২ ডিগ্রিতে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টায় জেলার তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে তাপমাত্রার পারদ কমে আসলেও দ্রুতই দেখা পাওয়া যাচ্ছে রোদের। ফলে জনজীবন স্বাভাবিক রয়েছে। তবে সন্ধ্যার পরপরই হিমেল বাসাত কাবু করছে এই অঞ্চলের বাসিন্দাদের। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে শীতের তীব্রতা। সকাল অবধি থাকে ঘনকুয়াশাও।
জেপি/নি-২৮/প