লা লিগার তিন ম্যাচে জয় খরায় থাকা কাতালান জায়ান্টরা অবশেষে মঙ্গলবার মায়োর্কাকের জালে ৫ গোল দিয়ে জয় উৎসব করলো। এস্তাদিও মায়োর্কো সন মোয়াজে রাফিনহা জোড়া গোল করেছেন। ম্যাচে ৫-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।
ম্যাচের প্রথমার্ধে ১২ মিনিটের মাথায় গোল করে বার্সাকে লিড এনে দেন ফেরান তোরেস। ৪৩ মিনিটে আবার সেই গোল শোধ করে দলকে সমতায় আনেন মুরিকি। ১-১ গোল সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে পেনাল্টি পেয়ে যায় বার্সা। সফল ভাবে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ৭৪ মিনিটে ইয়ামালের পাস থেকে নিজের দ্বিতীয় গোলও করে ফেলেন তিনি। ৩-১ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৭৯ মিনিটে বদলি হিসেবে নেমে বার্সার হয়ে গোল করেন ফ্রেস্কি ডি ইয়ং। তার গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় কাতালান জায়ান্টরা। অবমেষে ৮৪ মিনিটে বার্যার হয়ে পঞ্চম গোল করে পাউ ভিক্টর। তার গোলে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো বার্সেলোনা। অন্যদিকে ৩৩ পয়েন্ট দিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
জেপি/নি-৪/প