চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণ হয়ে গিয়েছিল। পঞ্চম দিন সেই আনুষ্ঠানিকতার শেষ হলো ৪০ মিনিট পর। ৩৩৪ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১০৯ রানে খেলা শুরু করেছিল। দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদ আউট হন। তারপর জাকের আলীও থেমে যান। শেষ জুটিতে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ৮ বল খেলেছেন।

শরিফুল ক্রিজে নেমে আলজারি জোসেফের প্রথম বলেই কাঁধের পেছনে ব্যথা পান। পরের ওভার শেষ হতেই খেলা আর না চালিয়ে যাওয়ার ঘোষণা আসে বাংলাদেশের পক্ষ থেকে। শরিফুল রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ৯ উইকেটে ১৩২ রানে থামে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানের বিশাল জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্বিতীয় ইনিংসে কেমার রোচ ও জেইডেন সিলস সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। আলজারি পান দুটি উইকেট। আগামী ৩০ নভেম্বর কিংস্টনে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।

জেপি/নি-২৭/প