বাংলাদেশে সম্মিলিত সনাতন জাগরনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিলীপ কুমার নাথ বলেন, আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা আগামীকাল (মিস কেস) মামলা দায়ের করবো।
এর আগে, সোমবার (২৫ নভেম্বর) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন তিনি।
চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। একইসাথে তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গত ২৫ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে এক সমাবেশ থেকে ৮ দফা দাবি ঘোষণা করে আলোচনায় আসেন চিন্ময়।
পরে, গত ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ফিরোজ খান (পরে বহিষ্কৃত) নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন। এর আগে, এই মামলায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
জেপি/নি-২৬/প