সামজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে আজকাল পরিচিত অপরিচিত সবার সঙ্গে সহজেই বন্ধুত্ব হয়ে যায়। তবে এই তালিকায় অনেক সময় থাকেন বিরক্তিকর মানুষ ও অপছন্দের মানুষ। সামজিক যোগাযোগ মাধ্যমের স্ত্রল করে দেখবেন আপনার তালিকায় অনেক মানুষ আছে যাদের আপনি চেনেন না । তারা আপনার পোস্টে লাইক কমেন্টে কিছুই করেন না।

আপনি চাইলে আজ ১৭ নভেম্বর ‘আনফ্রেন্ড দিবস’ উপলক্ষে তাদের বন্ধুত্বের তালিকা থেকে বাদ দিতে পারেন। কেননা এবার অপছন্দের এবং বিরক্তিকর মানুষদের ছাঁটাই করার দিন আজ।

২০১৪ সালে কৌতুকে অভিনেতা জিমি কিমেল ‘‘আনফ্রেন্ড দিবস বা বন্ধু ছাঁটাই কারা দিন’ প্রচলন করেন। দিন প্রতিষ্ঠা করার তার উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ দেওয়া । 

বর্তমানে বিশ্বের অনেক দেশই এই দিনটি বেশ আনন্দের সঙ্গে পালন করেন।বিশেষ করে তার এই দিনটি উপলক্ষ্যে নানা ধরনের স্ট্যাটাস দিয়ে থাকেন।

জেপি/নি-১৭/প