প্রতিনিধি, চিলমারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রাম জেলা কৃষকদলের আওতাধীন চিলমারী উপজেলার নবগঠিত কমিটিতে আওয়ামী লীগের দোসরদের অন্তর্ভুক্ত ও স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চিলমারী উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে কৃষকদলের সাবেক নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলা কৃষকদলের অফিস থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক ঘুরে পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এসময় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের কুশপুত্তলিকা দাহ করে নবগঠিত চিলমারী উপজেলা কৃষকদলের কমিটিকে প্রত্যাখ্যান করেছেন কৃষকদলের নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কৃষকদল নেতা সিরাজুল ইসলাম আপন, সাজেদুর রহমান সুজা, থানাহাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আতাউর রহমান ফুলমিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ১৪ নভেম্বর কুড়িগ্রাম জেলা কৃষকদলের আওতাধীন চিলমারী উপজেলার কৃষকদলের নবগঠিত কমিটি প্রকাশ করে জেলা দায়িত্বরত আহ্বায়ক ও সদস্যসচিব। এমন অবস্থায় চিলমারী উপজেলা কৃষকদলের পূর্বের কমিটির নেতৃবৃন্দ বিভ্রান্তে রয়েছে। কোনোরকম প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কমিটি বিলুপ্ত না করেই আওয়ামী লীগ দোসরদের অন্তর্ভুক্ত, স্বজনপ্রীতি ও একতরফা কমিটি প্রকাশ করেছে জেলা কৃষক দল।

তারা আরও বলেন, আমরা চিলমারী উপজেলা কৃষক দল নেতৃবৃন্দ, এই অসাংগঠনিক, স্বজনপ্রীতি ও একতরফা ভাবে আওয়ামী লীগ দোসরদের এই কমিটিকে প্রত্যাখ্যান করছি।

জেপি/নি-১৭/এমএইচ