পরিস্থিতি যাই হোক না কেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা কাজ করতে ইচ্ছুক। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে এ সরকার সঙ্গে কাজ করবে ভারত। একটি বিষয়ে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে আগরতলার ঘটনায় বাংলাদেশের তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন প্রণয় ভার্মা।পরে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায়। একটি বিষয়ে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই।

প্রসঙ্গত, গতকাল সোমবার ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনার প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়। এই হামলার পর ভারতের পররাষ্ট্র দফতর থেকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে কুটনৈতিক ও কনস্যুলার সম্পত্তিকে কোনো অবস্থায়ই লক্ষ্যবস্তু করা উচিত নয়।

এঘটনার পরপরই বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ। এ ঘটনা জেরে ত্রিপুরায় ৭ জনকে আটক এবং তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

জেপি/নি-৩/প