প্রতিনিধি,গাইবান্ধা :
গাইবান্ধায় ভাত খাওয়া নিয়ে তর্ককের এক পর্যায়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আঘাত করে বড় ভাই শহিদুল হক কে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছোট ভাই আরিফ বিল্লাহকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভাই আরিফ বিল্লাহকে এই আদেশ দেওয়া হয়। গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ মো :আতিকুর রহমান এই আদেশ প্রদান করেন ।
মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হাসানপাড়া গ্রামের পাশাপাশি ঘরের বাসিন্দা বড় ভাই সহিদুল ইসলাম ও আরিফ বিল্লাহ একই বাড়িতে পাশাপাশি বসবাস করে আসছিলো। ঘটনার দিন ২০২১ সালের ১৬ নভেম্বর রাত ৯ টার দিকে ভাত খাওয়া নিয়ে বড় ভাই শহিদুল হকের সাথে ছোট ভাই আরিফ বিল্লার তর্কবিতর্ক ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই আরিফ বিল্লাহ পাশে থাকা প্রেসার কুকারের ঢাকনা দিয়ে বড় ভাই শহিদুল হককে আঘাত করতে থাকে । গুরুতর আহত অবস্থায় শহিদুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর তিন দিন পর ১৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী তাসফুরা আকতার বাদী হয়ে আরিফ বিল্লাহকে আসামি করে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করে । দীর্ঘদিন সাক্ষ্য প্রমাণের পর আজ এই মামলার রায় প্রদান করা হয়।
জেপি/নি-১৬/প