দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে ভারত। আর তাতেই এক বছরে সবচেয়ে বেশি বার ২০০ বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ড গড়ে ভারত। এর আগে সবচেয়ে বেশি এই রান করার বিশ্ব রেকর্ডটা ভারত, জাপান ও ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম বিয়ার্স যৌথ ভাবে নিজেদের দখলে রেখেছিল। তবে প্রটিয়াদের ১১ রানে হারিয়ে সেই রেকর্ডটি একক ভাবে নিজেদের দখলে করেছে ভারত।
টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে ভারত। ম্যাচে ব্যাটিং তাণ্ডব দেখায় তিলক ভার্মা। তিনি করেন ৫৬ বলে ১০৭ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ১৯ তম ওভারে মার্কো জানসেন ২৬ রান তুললে জমে উঠে খেলা। শেষ ওভার প্রোটিয়াদের জয়ের জন্য দরকার ২৫ রান। তবে শেষ ওভারে আর্শদীপের সাবধানি ব্যটিংয়ে বেশ ভালো মতোই সেই চাপ সামলে নেয় ভারত। অবশেষে ম্যাচটি ১১ রানে জয় পায় রোহিত-কোহলিরা।
২০২৪ সালে মোট ৮ বার দুইশ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছে রোহিত-কোহলিরা। শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নয়, স্বীকৃত টি- টোয়েন্টিতেও এক পঞ্জিকাবর্ষে এর আগে কোনো দলেরই ছিল না এমন কীর্তি। এর আগে এক বছরে সর্বোচ্চ ৭ বার ২০০ বার তার বেশি রান করার কৃতিত্বটাও ছিল ছিল ভারতের দখলে। তবে ভারতের সাথে নাম ছিল জাপান ও বার্মিংহাম বিয়ার্সের।
জেপি/নি-১৪/প