আবারও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হচ্ছে। আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় নতুন করে আরও ৫ উপদেষ্টা শপথ নিচ্ছেন বলে সরকারের উচ্চপর্যায় থেকে নিশ্চিত হওয়া গেছে।
সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য ৫টি গাড়ি প্রস্তত রাখতে বলা হয়েছে।
বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ২০ জন উপদেষ্টা রয়েছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে এই সরকার গঠন করা হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের এখন পর্যন্ত ২১ সদস্য রয়েছেন। আজ যদি আরও ৫ জন বৃদ্ধি করা তাহলে এর সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াবে ২৬ জনে।
জেপি/নি-১০/প